ঢাকা রিপোর্টার :
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে অবস্থান শুরু করেন তারা।
এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘আন্দোলনকারীদের একটি অংশ গত রাতে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। বাকিরা আজ সকালে তাদের সঙ্গে যোগ দেয়।’
এর আগে জুলাই সনদের দাবিতে গতকাল বৃহস্পতিবার সেখানে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পরে রাস্তা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।