জহির শাহ্, প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত চূড়ান্ত গেজেটকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী কমিশনের এ সিদ্ধান্ত প্রত্যাহার করে দুই ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ জুলাই প্রাথমিকভাবে বিজয়নগরের হরষপুর, বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে নতুন আসন সীমানা ঘোষণা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে ধারাবাহিক আন্দোলনে নামে। ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়, যেখানে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক কাতারে দাঁড়ান।
স্থানীয়দের আপত্তির ভিত্তিতে গত ২৪ আগস্ট নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হলেও, শেষ পর্যন্ত সেই আপত্তিকে উপেক্ষা করেই গত ৪ সেপ্টেম্বর চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন অভিযোগ করে বলেন, “কমিশনের এ সিদ্ধান্ত স্থানীয় জনগণকে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এটি বিজয়নগরকে খণ্ডিত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। জনগণের স্বার্থে আমরা আন্দোলন অব্যাহত রাখব, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।”
স্থানীয়রা মনে করছেন, কমিশনের এ পদক্ষেপ বিজয়নগরের অখণ্ডতা ও ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত। তাঁরা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে ইউনিয়ন দুটিকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।