রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য এমএ মতিন ও একই এলাকার দেলোয়ার হোসেনের নামে হওয়া মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। উলিপুরের সচেতন মুক্তিযোদ্ধা ব্যানারে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধন করেন তারা।
পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ও উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
গোলাম হোসেন মন্টু বক্তব্যে বলেন, বর্তমান সংসদ সদস্য এমএ মতিনের ভাই তালিকাভুক্ত রাজাকার। তিনি ছাত্রদলের কমিটিতে ছিলেন। কথনও মুক্তিযুদ্ধ করেননি। তিনি আবেদন করলে উপজেলা মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কমিটি দুবার ডাকলেও তিনি আসেননি। কিন্তু তার নামে গেজেট হয়েছে। গেজেটে মুক্তিযুদ্ধ না করেও একই এলাকার দেলোয়ার হোসেনের নাম অর্ন্তভুক্ত হওয়ার অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে দু’জনের নাম গেজেট থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, আব্দুল খালেক সরকারসহ উলিপুর উপজেলার বেশকিছু মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
