দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। জাতিসংঘ রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, February 24, 2023

জাতিসংঘ রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

দিন-সপ্তাহ-মাসের পর মাস পেরিয়ে ইউক্রেন যুদ্ধ ১ বছর আজ শেষ হলো, গড়ালো দ্বিতীয় বছরে। পূর্ব ইউরোপের এই দেশটিতে যুদ্ধ তথা রুশ আগ্রাসন বন্ধে আবারো সরব হয়েছে জাতিসংঘ।

তবে ইউক্রেনে রুশ সেনাদের নতুন হামলা চালানোর সক্ষমতা নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে। যদিও ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গত বছরের ডিসেম্বর থেকেই সতর্কতা দিয়ে আসছিলেন— নতুন বছরে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তবে ২০২২ সালে হামলা চালানোর আগে রুশ বাহিনীর যে ধরনের প্রস্তুতি ছিল, বর্তমানে সেরকম কিছু দেখা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া তাদের যুদ্ধবিমানগুলো জড়ো করছে। এছাড়া যুক্তরাজ্যও একই কথা বলেছে। বলা হচ্ছে, গত কয়েকদিনে সেনা সংখ্যা বৃদ্ধি করেছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনে তাদের ৩ লাখ সেনা অবস্থান করছে। তবে গত বছরের মতো ইউক্রেনের অঞ্চলগুলোতে নেই সারি সারি যুদ্ধ ট্যাংক।

জাতিসংঘ রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোটাভুটির মাধ্যমে এই আহ্বান জানায় জাতিসংঘ। 

এখনও রাশিয়ার নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর ইউরোপে বৃহত্তম এই আক্রমণকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসাবে বর্ণনা করেন। পূর্ণ-মাত্রার যুদ্ধ না হলেও ইউক্রেনজুড়ে বেসামরিক লোকজনের ওপর বোমা মারা হয়েছে। এই যুদ্ধে এক কোটি ৩০ লাখের বেশি ইউক্রেনীয় বিদেশে শরণার্থী অথবা নিজ দেশে বাস্তচ্যুত হয়েছেন।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে তার সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়।

এএফপি বলছে, ইউক্রেনের সমস্ত এলাকা থেকে বিনা শর্তে রুশ সৈন্য প্রত্যাহারে আনীত নতুন এক প্রস্তাবের ভোটাভুটিতে ব্যাপক সমর্থন পেয়েছে কিয়েভ। এদিন ভোটাভুটিতে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্যের সমর্থন পায় কিয়েভ।

অন্যদিকে প্রস্তাবের বিরোধিতা করে সাত সদস্য রাষ্ট্র। এছাড়া ভারত ও চীনসহ ৩২টি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল।

নৃশংস এই যুদ্ধের প্রথম বার্ষিকীর প্রাক্কালে হওয়া এই ভোটভুটিতে গত বছরের অক্টোবরের তুলনায় কিয়েভের প্রতি সমর্থন সামান্য পরিবর্তিত হয়েছে। সেসময় ১৪৩টি দেশ রাশিয়ার চারটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করার ঘোষণার নিন্দায় ভোট দিয়েছিল।

সূত্র : আল-জাজিরা