দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কুত্তা মার্কা নির্বাচনে বিএনপি যাবে না : মির্জা ফখরুল - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, February 17, 2023

কুত্তা মার্কা নির্বাচনে বিএনপি যাবে না : মির্জা ফখরুল

রাজনীতি প্রতিবেদক :
সরকারকে পদত্যাগে বা্ধ্য করতে ১০ দফা দাবী আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচী "মহানগর পদযাত্রা"  আজ থেকে শুরু হলো রাজধানী ঢাকা জুড়ে। আজ শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে "মহানগর পদ যাত্রা" অনুষ্ঠিত হয়।

জুম্মার নামাজের আগেই গোপিবাগ (মধুমিতা সিনেমা হলের পেছনে) কমিউনিটি সেন্টারের রাস্তায় অস্থায়ী মঞ্চ তৈরি করে বিএনপির দলীয় নেতা-কর্মীরা ছাড়াও হাজার হাজার সমর্থক উপস্থিত হতে থাকে।

বেলা ৩টায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি মির্জা আব্বাস, বিশেষ অতিথি বাবু গনেশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে উপস্থিত হন।

বীর মুক্তিযুদ্ধো আবদুস সালামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলওয়াত পাঠ করার মধে্য দিয়ে কার্যক্রম শুরু করে।

বেলা ৩টা ৩০ মিনিট মতিঝিল গোপীবাগ সাবেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সামনে থেকে  ঢাকা মহানগর দক্ষিণ পদযাত্রাটি শহরের মধুমতি সিনেমা হলের রাস্তা দিয়ে অভিসর সিনেমা হল হয়ে পুরাতন ঢাকার এলাকা গুলোতে পায়ে হেটে নয়াবাজার বিএনপির পুরাতন অফিসের সামনে শেষ হয়। আজকের এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচীর নেতৃত্বে দেন।

মির্জা ফখরুল পদযাত্রা শুরুর আগেই নিজের বক্তব্যে বলেন, বক্তব্য দেবার দিন শেষ, এবার সরকার পতনের পালা। সময় শেষ হয়ে গেছে, সকলকে ঘর থেকে বেরিয়ে সরকার পতন ঘটাতে হবে। মানুষ খেতে পাচ্ছে না, মানুষ বিদু্্যৎ বিল দিতে পারছে না, গ্যাসেে বিল দিয়েও গ্যাস নেই। তারপরও বলছে উন্নয়ন আর উন্নয়ন। আরে উন্নয়ন তো হয়েচে সরকারী দলের লোকদের, তাদের পরিবারের সদস্যদের। হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখন একটাই দাবী এই মুুহুর্তে সরকারেকে পদত্যাগ করতে হবে। এর কোন বিকল্প নেই। কুত্তা মার্কা নির্বাচনে বিএনপি যাবে না। এই সরকার বলে বিএনপি আন্দোলন জানে না, অথচ বিএনপির আন্দোলনে ভয়ে পেয়ে পাড়ায় পাড়ায় পাহাড়া দেয়। আওয়ামী লীগের নেত্রী বিদেশীদের বলছে তাদের অধিনে ভাল নির্বাচন সম্ভব। ওদের কথা শুনলে হাসি। আসলে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের অধিনে দেশ নিরাপতদ না।'