কারাগারে অসুস্থ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি বিষয় আগামীকাল ৬ মার্চ সোমবার সকাল ১১টা গুলশান চেয়ারপার্সন অফিসে সংবাদ সম্মেলন" অনুষ্ঠিত হবে বলে দলের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলন এ বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান "৭ মার্চ ১৭ তম কারাবন্দী দিবস" উপলক্ষে "আলোচনা সভা" আগামীকাল ৬ মার্চ সোমবার দুপুর ২ টা ডিআরইউ সাগর রুনি-মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম।
প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন জাতীয় ও ছাত্র নেতৃবৃন্দ।
সভাপতিত্ব উত্তরাঞ্চল ছাত্র ফোরাম উপদেষ্টা ফজলুর রহমান খোকন।
অন্যদিকে ১২ দলীয় জোট শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টি'র পক্ষ থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন কাল ৬ মার্চ সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিট ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেনক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিম বীর বিক্রম।
সূত্র ঃ বিএনপি মিডিয়া সেল

