খেলার প্রতিবেদক :
সেই যে তামিম-সাকিব সম্পর্কের আলোচনাটা শুরু করিয়ে দিলেন বিসিবি বস খ্যাত নাজমুল হাসান পাপন, তারপর থেকে থামার আর কোন নাম-গন্ধ নেই। ঢাকায় ইংল্যান্ড সিরিজ শুরুর আগে থেকে এই আলোচনাটা শুরু হলো। সিরিজে এরই মধ্যে ২ ম্যাচে বাংলাদেশ হেরে ব্যাকফুটে। কাল হোয়াইটওয়াশ এড়ানোর মিশণ।
কিন্তু হোয়াইটওয়াশ এড়ানোর গল্পের চেয়েও শীর্ষ সংবাদ এখন তামিম-সাকিবের সম্পর্কটা কেমন! বরফ গলতে শুরু করেছে কি?
এ কথা সত্য মিডিয়াতে বিসিবি প্রধান পাপন দুই তারকার গল্পটা তুলে ধরার পর থেকে আলোচনা আর সমালোচনার পর খানিকটা হলেও বরফ গলতে শুরু করেছে। সেটা বোঝা গেছে ঢাকায় মিরপুরের ২২ গজি উইকেট ২য় ম্যাচে বাংলাদেশ যখন সবাইকে হতবাক করে ৩ উইকেটে হারিয়ে বসে তখন তামিম-সাকিব জুটি হাল ধরেন।
মিডিয়াতে সে ম্যাচের দৃশ্য বার বার ফোকাস হয়েছে। সবার মুখে ছিল তামিম-সাকিবের এই জুটি দলের ভেতরের সম্পর্কটা ভালর দিকে নিয়ে যাবে। সত্যিই তামিম-সাকিবের সেই জুটি নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটা অনেকটা ভালর দিকে নিয়ে গেছে বলেই মনে করছে ক্রিকেট গবেষকরা।
এর সাথে যোগ হল আজ রোববার (৫ মার্চ) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নতুন রসায়ন।
চট্টগ্রামের মাঠে ঘাম ঝড়ানো অনুশীলন করে বাংলাদেশ দল। দলের সঙ্গে শনিবার চট্টগ্রামে না গেলেও আজ সকালে পৌঁছে বিশ্রাম না নিয়ে অনুশীলনে নেমে পড়েন সাকিব।
অনুশীলনের মাঝেই ব্যাট-প্যাড পরে উইকেট দেখার জন্য হাজির হন অধিনায়ক তামিম। সাগরিকার উইকেট বুঝতে সাহায্য নেন সাকিবের। তাই দূর থেকেই নাম ধরে সাকিবকে ডাক দেন তামিম। তামিমের ডাকে সাড়া দেন সাকিব। তড়িঘড়ি করেই ছুটে যান তামিমের কাছে। নিজের জ্ঞানভান্ডার থেকে তামিমকে উইকেটের চরিত্র কেমন হতে পারে, তাই বোঝানোর চেষ্টা করেন সাকিব। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিশেষ করে চট্টগ্রামের মাটিতে টাইগার বাহিনী পা রাখার পর থেকেই তামিম-সাকিবের সম্পর্ক ভাল হয়ে যাওয়া একটা সুবাতাস বইতে শুরু করেছে।
আজ চট্টগ্রামের ড্রেসিং রুম থেকেও এমনই আভাস পাওয়া গেছে। তামিম-সাকিব না-কি আবার কথা বলছেন আগের মতোই। যেন কিছুই হয়নি, কিছু হউক সেটা এদেশের কোন ক্রিকেট ভক্তের কাছে প্রত্যাশিত না। যেন আগের পুরাতন বন্ধুর মতোই দুই জন ২২ গজি ক্রিজে নেতৃত্ব দেবে সেটা এদেশের ক্রিকেট ভক্ত, মিডিয়া আর কর্তারা প্রত্যাশা করে। তামিম-সাকিবের গরম সম্পর্কে বরফ গলছে, এ খবরটা যেন সত্য হয়েই থাকে।
