জেলার খবর :
দেশজুড়ে কালবৈশাখির তান্ডব অব্যাহত রয়েছে। কয়েক দিন আগেই মোখার হাত থেকে বেঁচে যাওয়া বাংলাদেশের মানুষ বৈশাখের তান্ডব থেকে রেহাই পাচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগরে গাছের ডাল ভেঙ্গে আলামিন মিয়া নামে এক সিনএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি সলিমগঞ্জের তালতলা এলাকার।
