দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মিরপুর টেস্ট : নাঈম জয় দেখছেন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, December 8, 2023

মিরপুর টেস্ট : নাঈম জয় দেখছেন


খেলার প্রতিবেদক :
কখনও বৃষ্টি, কখনও মেঘের কারণে আলোক স্বল্পতা। সবমিলিয়ে মিরপুর টেস্ট যাচ্ছে বাধার মধ্য দিয়ে। তবে এই টেস্টেও জয় দেখছেন নাঈম হাসান। শুক্রবার (৮ ডিসেম্বর) মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে এদিন আলোক স্বল্পতার কারণে পুরো দিনের খেলা মাঠে গড়ায়নি। 


প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৭২ রানের পরে কিউদের থামানো গেছে ১৮০ রানে। তাতে ৮ রানের লিড পায় অতিথিরা। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আবহাওয়া অনুকূলে থাকলে চতুর্থ দিনের খেলা এখান থেকেই শুরু হবে।   

 

এদিকে, ম্যাচের এমন মুহূর্তে জয়ের আশা দেখছেন বাংলাদেশের বোলার নাঈম হাসান। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলন এসে তিনি বলেন, 'এই ম্যাচ জেতার জন্য যা যা কিছু দরকার সবকিছু আমরা করতে রাজি আছি। আশা করছি দ্বিতীয় ইনিংসে ২০০ থেকে ২২০ রান করলে ম্যাচে লড়াই করতে পারব। উইকেট ভালো আছে, এখানে ব্যাটিং ভালো হতে পারে।' 

 

নাঈম আরও বলেন, 'আমরা ম্যাচে এগিয়ে আছি। জেতার সুযোগ দেখছি।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে মিরাজ দুটি ভালো ক্যাচ নিয়েছেন। সেই ক্যাচের কারণে ম্যাচে আমরা প্রভাব বিস্তার করতে পেরেছি।'

  

সিলেট টেস্ট জয়ের স্মৃতি নিয়ে মিরপুর টেস্টে ব্যাটিংয়ে নামে বাংলাদেশে। প্রথম দিনে ১৭২ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে তাদের অবস্থাও শোচনীয় হয়। ৫৫ রানে দলটি হারায় ৫ উইকেট।


দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে মাঠে বল গড়ায়নি। তৃতীয় দিনে মাঠের খারাপ অবস্থার কারণে খেলা শুরু হতে সময় লাগে। এ দিন মাঠ উপযুক্ত হলে ১৮০ রানে শেষ হয় কিউইদের ইনিংস। দিনের বাকি অংশে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করে বাংলাদেশ।