দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা: রুশ রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, December 19, 2023

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা: রুশ রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য


আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ১০ বছর আগে ইউক্রেনের সঙ্গে যে আচরণ করেছিলো, বাংলাদেশের সঙ্গেও এখন তা করছে- জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রতিযোগিতা নয়, দেশটি এখন কী করছে তা-ই স্মরণ করিয়ে দিচ্ছে রাশিয়া। 


১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে পুঁতে রাখা মাইন ও ডুবে থাকা জাহাজ পরিষ্কারের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে সোভিয়েত প্যাসিফিক ফ্লিটের সদস্য ভিটালি গুবেনকো বাংলাদেশের বিরূপ আবহাওয়ার মধ্যে কিভাবে দুঃসাধ্য কাজ করেন সেই অভিজ্ঞতা তুলে ধরেন।


এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশে আরব বসন্ত তৈরির শঙ্কা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।


ভারতের তামিলনাড়ুর তুলনায় বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির খরচ পাঁচ গুণ বৃদ্ধির কারণ তুলে ধরেন। অবকাঠামোর ধরন ও পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় খরচ বেড়েছে। সময়মতো প্রকল্পের কাজ শেষ না হওয়াও রূপপুর বিদ্যুৎকেন্দ্রের খরচ বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত।