দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির অভিযোগ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, December 14, 2023

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির অভিযোগ


জাতীয় প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে কার্যালয়টিতে পুলিশ প্রবেশ করে বলে দাবি দলটির।


বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।


শামসুদ্দিন দিদার বলেন, ‘পুলিশের গুলশান জোনের এডিসির নেতৃত্বে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পোশাকে ও সাদা পোশাকে ১৫ সদস্যের একটি টিম বুধবার দিনগত রাত ১০টা ৪০ মিনিটের দিকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায়। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের রিংটি নিয়ে যায় তারা। শুধু তা-ই নয়, সকালে কেউ চেয়ারপার্সন কার্যালয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যান তারা। প্রায় ১৫ মিনিট ধরে কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয়।’


বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন বলেও জানান শামসুদ্দিন দিদার।