দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দেশের বাইরের কোনো চাপ নেই, নিজেদের চাপে আছি: পররাষ্ট্রমন্ত্রী - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, December 14, 2023

দেশের বাইরের কোনো চাপ নেই, নিজেদের চাপে আছি: পররাষ্ট্রমন্ত্রী


জাতীয় প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ বিদেশি কোনো চাপে নেই, তবে নিজেদের মধ্যেই সুষ্ঠু নির্বাচন করার চাপ আছে।


আজ বৃহস্পতিবার রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'গণতন্ত্রের নিজস্ব মূল্যবোধের জন্যই আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নিজস্ব চাপের মধ্যে রয়েছি।'


তিনি বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন করতে চায়, বিদেশি দেশগুলো তা সমর্থন করছে।মোমেন বলেন, 'আমাদের চ্যালেঞ্জ এখন আরও বেশি ভোটার আনা।' একই সঙ্গে তিনি বলেন, 'বিএনপি যা করছে তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না- তারা সহিংস কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।