দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। চিরতরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সম্মেলনের আহ্বান রাশিয়ার - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, December 13, 2023

চিরতরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সম্মেলনের আহ্বান রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সমাধান খুঁজতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন। খবর আল-জাজিরার।


রাশিয়ার সিনেটের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, ‘এই সমস্যা সমাধানের একমাত্র পথ চিরতরে সমাধান এবং ন্যায়সঙ্গত উপায়ে সমাধান করা। একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যই থাকবে।’


ল্যাভরভ বলেন, ‘ফিলিস্তিনের জনগণের সঙ্গে অবিচার করা হচ্ছে, যাদেরকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল...এতে করে জঙ্গিবাদ ও চরমপন্থী অনুভূতি বেগবান হচ্ছে।’


গত ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুপক্ষের এই সংঘাতের পর থেকেই ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে মস্কো। পাশাপাশি ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।


এদিকে, হামাসের সঙ্গে যোগাযোগ রাখছে এমন আট ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এক বিবৃতিতে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, নিষেধাজ্ঞাটি এমনদের বিরুদ্ধে দেওয়া হয়েছে যারা কি না হামাসের জন্য অর্থ সংগ্রহ করে।