দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ : প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, December 14, 2023

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ : প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ


খেলার ডেস্ক : 
নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের শুরুটা ভালো হলো বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে লাল-সবুজের দল স্বাগতিকদের হারিয়েছে। ম্যাচটিতে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফম্যান্স করেছেন রিশাদ হোসেন।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯.২ ওভারে ৩০৮ রান তুলতেই শেষ হয় কিউইদের ইনিংস। তাতে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। 

 
এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লেগস্পিনার রিশাদ। ব্যাট হাতে তিনি ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কার মার। আর বল হাতে তুলে নেন ৩ উইকেট। তাতে বাংলাদেশ বড় সংগ্রহের পাশাপাশি জয়ও তুলে নেয়।
 

ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন দাস। ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে দেখা যায় এনামুল হক ও তানজিদ তামিমকে। দুজনে সেই জুটি থেকে করেন ৪৭ রান। এনামুল আউট হয়েছেন ২৬ বলে ৩৩ রান করে। এরপরে তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে গড়েন ১০১ রানের জুটি। দলীয় ১৪৮ রানে ব্যক্তিগত ৪৬ বলে ৫৮ রান করে আউট হন তামিম। ৫৯ করে সাজঘরে ফেরেন সৌম্য। সে সময়ে খুব দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়। তিনি রানের খাতা খুলতে পারেননি। আর আফিফ হোসেন করেন মাত্র ১০ রান।
 

তবে প্রান্ত আগলে রেখেছিলেন দলপতি লিটন দাস। তিনি দলীয় ২৫৪ রানে ব্যক্তিগত ৫৫ করে আউট হন। সবমিলিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড একাদশের সামনে দলটি ৩৩৫ রানের বড় লক্ষ্য দেয়। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সমরথ সিং।
 

জবাবে শুরুতেই চাপে পড়ে কিউইরা। ৩২ রানের মধ্যে ২ উইকেট এবং ৮০ রানের মধ্যে দলটি ৪ উইকেট হারিয়ে বসে। এরপরে অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন ভরত পপলি ও এসকে প্যাটেল। দুজনেই যাচ্ছিলেন ব্যক্তিগত সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ পর্যন্ত এই দুই ব্যাটারও ব্যর্থ হয়েছেন। ভরত করেন ৯০ বলে ৯২ রান ও প্যাটেল করেন ৭৭ বলে ৮৯ রান। শেষ দিকে জোসেফ ফিল্ড ২৬ বলে ৩৩ রান করলেও সেটি জয় তুলে নেওয়ার মতো যথেষ্ট ছিল না। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।
 
 
সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ৩৩৪/১০ (তানজিদ তামিম ৫৮, এনামুল ৩৩, সৌম্য ৫৯, লিটন ৫৫, হৃদয় ০, আফিফ ১০, রিশাদ ৮৭, তানজিম সাকিব ৩, রাকিবুল ২, হাসান ৮ ও মুস্তাফিজ ১* ; হার্টশন ৭.৫-০-৫৭-২, ফিল্ড ৯-০-৬২-২, পেরেরা ১০-১-৫৫-১, ভুলা ৩-০-১৯-০, ম্যাককে ১০-০-৬১-১ ও সমরথ ১০-০-৭৩-৪)।
 
নিউজিল্যান্ড একাদশ: ৪৯.২ ওভারে ৩০৮/১০ (কামিং ২২, ভুলা ৮, পপলি ৯২, সুন্দে ২৩, টড ১, প্যাটেল ৮৯, পোমারে ৪, পেরেরা ১০, ফিল্ড ৩৩*, সমরথ ১০ ও হার্টশন ৩ ; মুস্তাফিজ ৬-০-৩৬-০, হাসান ৬-০-৩৬-২, সৌম্য ৪-০-২৫-০, তানজিম সাকিব ৮-১-৪৮-১, রাকিবুল ১০-০-৬১-১, আফিফ ৪-০-১৮-২, রিশাদ ৭.২-০-৫২-৩, মুশফিক হাসান ২-০-২০-০)।
 
ফল: ২৬ রানে জয়ী বাংলাদেশ।