দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। চেতনানাশক স্প্রে করে ডাকাতি ও ধর্ষণ হল খুলনায় - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, December 12, 2023

চেতনানাশক স্প্রে করে ডাকাতি ও ধর্ষণ হল খুলনায়

জেলার খবর :
খুলনার হরিণটানায় কৈয়া বাজারের পাশে চেতনানাশক স্প্রে করে এক বাড়িতে ডাকাতি ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।


গতকাল দিবাগত এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।


ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার রাত ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় গেটের গ্রিল ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে ডাকাতরা। এসময় তারা চেতনানাশক স্প্রে করে বাবা ও মাকে অচেতন করে মেয়েকে ধর্ষণ করে। পরে ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণাংলকার লুট করে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় ডাকাতরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে যায়। সকাল ৯টায় চেতনা ফিরে পেলে মেয়ের বাবা আত্মীয়-স্বজনদের ফোন করে বিষয়টি জানান।'


ওসি আরও বলেন, 'এ ঘটনায় স্থানীয় এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।'


ওই মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।