জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যৌথ অভিযানে ৪০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার ১০ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন বিজয়নগর থানার উপপরিদর্শক (নিঃ) মো. মোজাম্মেল হক ও তার নেতৃত্বে থাকা ফোর্স, পাশাপাশি সেনাবাহিনীর একটি সহায়ক দল।
আটক ব্যক্তিরা হলেন—আক্তার হোসেন (২৮), কামাল হোসেন (২৪) ও মাসুক মিয়া (৪০)।
প্রথম দুজনের পিতা ফজলুর রহমান ও মাতা হেলেনা বেগম, অপরজন মাসুক মিয়া মৃত শহিদ মিয়া ও মমতাজ বেগমের ছেলে। তিনজনই জালালপুর গ্রামের বাসিন্দা।
অভিযান চলাকালে আসামিদের বসতঘর থেকে উদ্ধার করা ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের হয়েছে (এফআইআর নং-১১, তারিখ ৯ অক্টোবর ২০২৫)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
