জেলার খবর :
পর্যটন শিল্প বিকাশে শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হচ্ছে দুদিন ব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা’।
‘মুজিব’স ক্যাম্পেইনের আওতায় এ উৎসবের আয়োজন করেছে ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রণালয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মুহাম্মদ জাবের জানান, এসব স্টলে কুয়াকাটার ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন পণ্যের পসরা ফুটিয়ে তোলা হবে। পর্যটকরা এসব স্টল ঘুরে জানতে পারবে বরিশালের আদি ইতিহাস।
‘বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা’ উপলক্ষে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। কুয়াকাটা-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন দর্শনীয় স্থানে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন, তোরণ। সৈকতে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। বসানো হয়েছে ৬০টি স্টল।
