জাতীয় প্রতিবেদক :
রাজনৈতিক সহিংসতার ঘটনায় রাজধানীর দুই থানায় দায়েরকৃত ১০টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা জামিন আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আদালত।
আদালত জানায়, যথাযথ প্রক্রিয়ায় জমা না দেওয়ায় আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মো. শফি উদ্দিনের আদালতে আবেদনগুলো পৃথকভাবে উপস্থাপন করা হলে, তারা আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।
মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেছবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
