দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ১০ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন, সিদ্ধান্ত দেয়নি আদালত - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, December 13, 2023

১০ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন, সিদ্ধান্ত দেয়নি আদালত


জাতীয় প্রতিবেদক :
রাজনৈতিক সহিংসতার ঘটনায় রাজধানীর দুই থানায় দায়েরকৃত ১০টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা জামিন আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আদালত।


আদালত জানায়, যথাযথ প্রক্রিয়ায় জমা না দেওয়ায় আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মো. শফি উদ্দিনের আদালতে আবেদনগুলো পৃথকভাবে উপস্থাপন করা হলে, তারা আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।
মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেছবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।