দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 27 February 2024

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর


মানিকগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের ধুলন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয়া পাওয়া গেছে। তিনি হলেন জেলা সদরের ভাটবাউর গ্রামের শামসুল হকের ছেলে জুয়েল হোসেন (৩৫)। তিনি কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তারা একে অপরের খালাতো ভাই বলে জানা গেছে।


ঘিওর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওরের ধুলন্ডি এলাকায় পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পর নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।


ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।