দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যমুনার পানি বিপদৎসীমা ছুঁইছুঁই, বগুড়ায় বন্যার আশঙ্কা - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 15 August 2025

যমুনার পানি বিপদৎসীমা ছুঁইছুঁই, বগুড়ায় বন্যার আশঙ্কা


জেলার খবর :

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার (১১ আগস্ট) থেকে পানি বাড়তে শুরু করেছে। এতে নদীতীরবর্তী তিন উপজেলা সারিয়াকান্দি ধুনট ও সোনাতলায় বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে যমুনার পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


আগামী তিন দিনের মধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে করে বন্যা আতঙ্কে রয়েছে যমুনাপাড়ের লোকজন। সেইসঙ্গে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।


সারিয়াকান্দিতে কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, এ উপজেলায় সর্বশেষ সোমবার থেকে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। সেদিন পানি বৃদ্ধি পেয়েছে ১৬ সেন্টিমিটার। মঙ্গলবার (১২ আগস্ট) এ উপজেলার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৩ সেন্টিমিটার। অর্থাৎ গত তিন দিনে যমুনার পানি মোট ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।


উপজেলায় এ নদীর পানির বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ২৪ ঘণ্টায় যমুনার নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


তারা জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।


বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে এবং আগামী তিন দিনের মধ্যেই পানি বিপৎসীমার কাছাকাছি অথবা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।


আমাদের তথ্য অনুযায়ী, এ মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বগুড়ায় যমুনা নদীতে বন্যার আশঙ্কা করা হচ্ছে।


সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, বন্যার আশঙ্কা থাকলেও এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বন্যা মোকাবিলায় আমাদের আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপজেলায় বন্যা কবলিত এলাকাবাসীর জন্য বেশকিছু আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পানিতে আক্রান্ত এলাকাবাসীর ত্রাণ সহায়তার জন্য বগুড়া জেলার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।