হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরী ও কাদিরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওয়াজ মাহফিলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সৌলরী গ্রামের নানু মিয়ার সঙ্গে কাদিরপুর গ্রামের বাচ্চু মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে পাশের বিন্নাকালি গ্রামের লোকজনও যুক্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গুরুতর আহত হারুন মিয়া, জাহাঙ্গীর মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, সংঘর্ষের পর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। কোনো আসামিও গ্রেফতার হয়নি।