দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 12 August 2025

বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন


শিক্ষা ডেস্ক :

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ। এ বছরের প্রতিপাদ্য— “যুবসমাজের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যের স্থানীয় বাস্তবায়ন”।


দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি এবং মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনে বিরল ও বিপন্ন ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক, ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম ও প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য বিভাগের প্রধান আর্কিটেক্ট শেখ ইত্তম সৌদ, গণিত বিভাগের প্রধান উম্মা কুলসুম, ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ এবং ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. আব্দুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


আয়োজকরা জানান, কর্মসূচির মূল লক্ষ্য ছিল জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাচীন ঔষধি জ্ঞান প্রচার এবং পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি এটি সহায়তা করছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), লক্ষ্যমাত্রা-১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) এবং লক্ষ্যমাত্রা-১৫ (স্থলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণ) অর্জনে।


দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে, যেখানে তরুণ প্রজন্ম টেকসই সমাজ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্টস ক্লাব।