দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। জামায়াতের সঙ্গে বিএনপির কোন ঐক্য নেই-এ্যানি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 23 February 2024

জামায়াতের সঙ্গে বিএনপির কোন ঐক্য নেই-এ্যানি


রাজনীতি প্রতিবেদক  :
জামায়াতের সঙ্গে বিএনপির কোন ঐক্য নেই বলে দাবি করেছেন সদ্য কারামুক্ত বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।


ঢাকায় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক সংসদ সদস্য এ্যানি বলেন, জোটবদ্ধভাবে জামায়াতের সাথে আমাদের (বিএনপির) কোন ঐক্য নাই। কিন্তু রাজপথে গনতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে, আমরা প্রোগ্রাম দিচ্ছি, অন্য রাজনৈতিক দল প্রোগ্রাম দিচ্ছে, যুগপৎ হচ্ছে, জামায়াতও আমাদের সাথে যুগপৎ সমর্থন একই ধরনের কর্মসূচী দিচ্ছে। এটাতো অসুবিধার কিছু না। একটা দেশে জামায়াতের চেয়ে ফ্যাসিস্ট আরো খারাপ।


এ্যানির ভাষ্য, জামায়াতকে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী রাজনীতিকে প্রশ্ন তোলা, আওয়ামী লীগের একটা অপরাজনীতির অংশ, তারা বিভিন্নভাবে অপপ্রচার করতেছে।


তিনি বলেন, এই জামায়াতের সাথেই আওয়ামী লীগ ছিয়াশিতে আন্দোলন করেছে, ছিয়ানব্বইয়ে আন্দোলন করেছে। যুগপৎ আন্দোলন ছিলো। এই আন্দোলন করতে গিয়ে জামায়াতের যে সর্বোচ্চ নীতি নির্ধারক (নিজামী/গোলাম আজম) তাদের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছেন (হাসিনা)। আবার (আওয়ামী লীগ) ক্ষমতায় আসছে, জামায়াতের সাথে তাদের গ্যাপ সৃষ্টি হয়েছে। 


এ্যানি আরো বলেন, জামায়াত জামায়াতের রাজনীতি করতেছে। কিন্তু আওয়ামী লীগতো রাজনীতি করতেছে না। এজন্যইতো বলছি, একটি কর্তত্ববাদী সরকার নীল নকশা করেই গণতান্ত্রিকমনা সাধারন মানুষকে, সকল রাজনৈতিক দলকে জিম্মি করেই ক্ষমতায় থাকে। আমাদের সাধারন নেতা কর্মীরা ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছে।


সাধারন মানুষ বিএনপির আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে বলে উল্লেখ করেন এই কেন্দ্রীয় নেতা।


তিনি বলেন, "আমরা হাজার হাজার মানুষ ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে একত্রিত হয়েছে। আমরা (বিএনপি) গণসমাবেশ করেছি, জনসমাবেশ করেছি, মহাসমাবেশ করেছি, গণমিছিল করেছি, পদযাত্রা করেছি।" এবং সে প্রোগ্রামগুলো শান্তিপুর্ন ছিলো, যোগ করেন তিনি।


তিনি বলেন, আমাদের প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলো। তার মানে কি? এদেশের জনগণ এই কর্তত্ববাদী সরকারের বিরুদ্ধে একটা জানান দিয়েছে যে, আমরা এদেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন চাই। এবং আমরা একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই।