দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গাজায় সাহায্য পাঠানোর সব পথ ইসরাইল বন্ধ করেছে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 28 February 2024

গাজায় সাহায্য পাঠানোর সব পথ ইসরাইল বন্ধ করেছে


আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা ওসিএইচএ জানিয়েছে গাজার উত্তর ও দক্ষিণ অংশে সাহায্য পাঠানোর সব পথ ‘পদ্ধতিগতভাবে’ বন্ধ করে দিয়েছে ইসরাইল। সাহায্য সংস্থাগুলো সাহায্যপণ্য নিয়ে যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর গোলাবর্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার।


জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচির একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজার মোট জনসংখ্যার চারভাগের একভাগ অর্থাৎ প্রায় পাঁচ লাখ ৭৬ হাজার লোক দুর্ভিক্ষের প্রান্তে অবস্থান করছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পানিশূন্যতায় সেখানে মারা যাচ্ছে শিশুরা। সামনের দিনগুলোতে সাহায্যপণ্য না পৌঁছালে বাড়ন্ত দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা যাবে গাজা উপত্যকায়।


এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির কংগ্রেসে নিজেদেরকে রক্ষায় ইসরায়েলকে তহবিল প্রদানের জন্য একটি বিল পাসের আহ্বান জানিয়েছেন। ওই বিলে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএ’র জন্য স্থায়ীভাবে সাহায্য বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।


গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত ২৯ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। ইসরায়েলের অব্যাহত হামলায় আহত হয়েছে আরও ৭০ হাজার ২১৫ জন।