দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দুই মাসের নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ২ লাখ মৎস্যজীবী - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 1 March 2024

দুই মাসের নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ২ লাখ মৎস্যজীবী


ভোলা প্রতিনিধি :
জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে দু’মাসের নিষেধাজ্ঞা। নদীতে পড়বে না জাল, চলবে না জেলের ট্রলার-নৌকা। এ সময় পুরোপুরি কর্মহীন থাকবেন ভোলার দুই লক্ষাধিক জেলে-মৎস্যজীবী। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এমন অভিযানকে ঘিরে হতাশা বিরাজ করছে জেলে পল্লীতে। এদিকে অভয়াশ্রম জাল-জেলেমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। মধ্যরাত থেকেই মেঘনা তেঁতুলিয়ায় অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন।


ইলিশের উৎপাদন বাড়াতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণে দুমাসের নিষেধাজ্ঞা। এ অভিযান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পদ্মা-মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা।


আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার দুই নদীর পানিতে জেলেদের জাল পড়বে না। বিগত বছরের মতো এবারও ইলিশসহ নদীর মাছ উৎপাদন বাড়াতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এতে কর্মহীন দিন কাটবে লাখ লাখ মৎস্যজীবীর। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এমন অভিযান ঘিরে হতাশা বিরাজ করছে জেলে পল্লীতে। যদিও শেষ মুহূর্তে বৃহস্পতিবার দিনভর ইলিশ শিকার করে বাড়তি আয়ে নিষেধাজ্ঞাকালীন সংসারের বোঝা মেটানোর ক্ষীণ চেষ্টা তাদের। এদিকে জেল জরিমানা এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই সাগর থেকে ফিরে এসেছে বড় বড় ট্রলারগুলোও।


জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, অভিযান সফল করে ইলিশের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে দিনরাত অভিযান পরিচালনা করা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সমন্বয়ে ১৪টি টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে। এদিকে নিষেধাজ্ঞার প্রথম দিনেই অভিযান পরিচালনায় প্রস্তুতি নিয়েছে কোস্টগার্ড।


দুই মাস ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনার ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার অভয়াশ্রমে জাল ফেলা বন্ধ থাকবে।