দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গরুর মাংসের কেজি ৬৬৪.৩৯ পয়সা নির্ধারণ করল সরকার - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 15 March 2024

গরুর মাংসের কেজি ৬৬৪.৩৯ পয়সা নির্ধারণ করল সরকার


জাতীয় প্রতিবেদক :

অবশেষে ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার। তার মধ্যে আছে গরুর মাংসও। খুচরা পর্যায়ে কেজিপ্রতি এর মূল্য নির্ধারণ করা হয়েছে  ৬৬৪ টাকা ৩৯ পয়সা। আজ শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরে বাজার সংযোগ শাখা-১-এর  মহাপরিচালক মো. মাসুদ করিম স্বাক্ষরে মূল্য তালিকা প্রকাশ করা হয়। 


এই তালিকায় যেমন আছে আলোচিত ডিম, ডাল, পেঁয়াজ, তেমনই আছে মাছের দামও। বাদ যায়নি কাঁচামরিচ, সবজি। উৎপাদক পর্যায় থেকে শুরু করে পাইকার ও খুচরা পর্যায় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই দাম। বলে দেওয়া হয়েছে উৎপাদন খরচও। 


নির্ধারিত দামে মুগ ডাল পাইকারি পর্যায়ে ১৫৮ টাকা ৫৭ পয়সা, যা খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৪১ পয়সা। আমদানিকৃত ছোলার খুচরা মূল্য ৯৮টাকা ৩০ পয়সা, খেসারির ডাল ৯২টাকা ৬১ পয়সা নির্ধারণ করা হয়েছে। 


এদিকে, খুচরা পর্যায়ে কেজিপ্রতি গরুর মাংসের দাম ৬৬৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণের পাশাপাশি ছাগলের মাংস এক হাজার তিন টাকা ৫৬ পয়সা, ব্রয়লার মুরগি ১৭৫ টাকা ৩০ পয়সা, সোনালি মুরগি ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। 


বেশ কিছু মাছের দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। চাষের পাঙ্গাস ১৮০টাকা ৮৭ পয়সা এবং চাষের কাতল মাছ ৩৫৩ টাকা বেঁধে দেওয়া হয়েছে।  এ ছাড়া দেশি পেঁয়াজ ৬৫টাকা ৪০ পয়সা, দেশি রসুন ১২০টাকা ৮১ পয়সা, কাঁচামরিচ ৬০ টাকা ২০ পয়সা বেঁধে দেওয়া হয়েছে। আর ডিমের দাম ধরা হয়েছে ১০ টাকা ৪৯ পয়সা।