জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ আগস্ট) ভোরে চান্দুরা এলাকায় চালানো অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় ভারতীয় উন্নতমানের ৪৪৯ পিস লেহেঙ্গা ও ১৪৭ পিস শাড়ি। ব্যবহৃত কার্টনের ভেতরে লুকানো এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা।
উদ্ধারকৃত মাল আখাউড়া কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।