দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। পিএসজি এমবাপ্পের জোড়া গোলে শেষ আটে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 6 March 2024

পিএসজি এমবাপ্পের জোড়া গোলে শেষ আটে


আন্তর্জাতিক ডেস্ক :
এমবাপ্পের পিএসজিতে থাকা বা না থাকা কেন গুরুত্বপূর্ণ, সেটিই তিনি মনে করিয়ে দিলেন আরেকবার। দুই লেগ মিলিয়ে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালে উঠেছে পিএসজি।


মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। দুটি গোলই এমবাপ্পের।


এর আগে প্যারিসে প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। এক গোল করেছিলেন এমবাপ্পে। পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। বক্সে ফাবিয়ান রুইসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এমবাপের ডান পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। দশম মিনিটে এমবাপ্পের পাসে কাছ থেকে বারকোলার শট ঠেকান সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো।


পঞ্চদশ মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। উসমান দেম্বেলের থ্রু বল বক্সের ভেতর বাঁ দিকে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান বিশ্বকাপ জয়ী তারকা।


প্রথম লেগেও দলের প্রথম গোলটি করেছিলেন এমবাপ্পে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে চলতি মৌসুমে ৪০ গোলে সম্পৃক্ত থাকলেন তিনি (৩৩ গোল, ৭ অ্যাসিস্ট)।