দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ফুটবল ক্লাব কিনছেন কিলিয়ান এমবাপ্পে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 31 July 2024

ফুটবল ক্লাব কিনছেন কিলিয়ান এমবাপ্পে


খেলার ডেস্ক :

বর্তমান সময়ে ফুটবলের সেরা খেলোয়াড়দের মধ্যে কিলিয়ান এমবাপ্পে অন্যতম। সম্প্রতি ফরাসি গণমাধ্যম লা পারিসিয়ান এর তথ্য অনুযায়ী ফুটবল ক্লাব কিনছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ক্লাব কায়েনের ৮০% বেশি শেয়ারের মালিক হবেন এই ফুটবল তারকা।

সদ্য স্বপ্ন পূরণ করে রিয়াল মাদ্রিদ ক্লাবে যুক্ত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইতিমধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে তাকে বরণ করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদের ৯ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন তিনি।

ফরাসি গণমাধ্যম লা পারিসিয়ান এর তথ্য অনুযায়ী ফ্রান্সের দ্বিতীয় শ্রেণীর ক্লাব কায়েনকে ক্রয়ের জন্য ২ কোটি ইউরো খরচ করেছেন এমবাপ্পে। যাতে ওই ক্লাবের ৮০% এর বেশি শেয়ারের মালিক হয়েছেন তিনি। কায়েনের অধিকাংশ শেয়ারের মালিক ছিলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি।


কিলিয়ান এমবাপ্পের ফুটবল ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে তার যুক্ত হওয়ার কথা ছিল, তারই কিনতে যাওয়া ক্লাব কায়েনে। তার পরিবারও চাচ্ছিল এমবাপ্পে যাতে কায়েনে যুক্ত হয়। কিন্তু লীগ এ থেকে ক্লাবটি নিচের স্তরে নেমে যাওয়ায় কিলিয়ান এমবাপ্পে যুক্ত হন মোনাকোতে।


১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব গত মৌসুমে লীগ বি তে ষষ্ঠ অবস্থানে ছিল। কিলিয়ান এমবাপ্পেকে কি কখনো কায়েনের হয়ে খেলতে দেখা যাবে কিনা এই নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে। তবে কিলিয়ান এমবাপ্পে যদি তার ক্লাব কায়েনের হয়ে খেলে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।


কেননা এই ধরনের ঘটনা পূর্বে ঘটেছে। ২০১৭ সালে দিদিয়ের দ্রগবা নিজের ক্লাব ফনিক্স রাইজিং এর হয়ে খেলেছেন। তবে এই পথে এমবাপ্পে যাবে কিনা, তা এখনো বলা সম্ভব নয়। কেননা সম্প্রতি কিলিয়ান এমবাপ্পে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে জয়েন করেছেন।


রিয়াল মাদ্রিদের সাথে তার ক্লাব ক্যারিয়ার কতদূর গড়াবেন তা একমাত্র এমবাপ্পে ভালো জানেন। তবে ফরাসি লীগে দ্বিতীয় শ্রেণীর এই ক্লাবের হয় খেলছেন, কিলিয়ান এমবাপ্পের জাতীয় দলের সতীর্থ এনগোলো কান্তে। ২ মৌসুম খেলে ৭৫ টি ম্যাচে ৪ টি গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।


জানতে পারেনঃ বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কে?

গত জুনে পিএসজি থেকে সম্পূর্ণ ফ্রি ট্রান্সফার ফি’তে রিয়াল মাদ্রিদে নাম লেখান ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে প্রায় সকল ধরনের শিরোপা জিতেছেন এই ফুটবল তারকা। দল ছাড়ার আগে ব্যক্তিগতভাবে পিএসজির ইতিহাসের সব থেকে বেশি গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।