ঢাকা প্রতিবেদক :
কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসাবে মঙ্গলবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার মিছিল নিয়ে হাইকোর্টের সামনে গিয়েছেন শিক্ষার্থীরা।
কিন্তু হাইকোর্টের সামনে ও দোয়েল চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীদের এই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
হাইকোর্ট চত্বর থেকে প্রতিনিধি জানিয়েছেন, পুলিশ হাইকোর্টের সামনে থেকে “কয়েকজনকে” তুলে নিয়ে গেছে।
ঘটনা শুরু হয় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। ওইসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে দোয়েল চত্বরে জড়ো হয়। সেখানে থেকে তারা “মার্চ করে” হাইকোর্টের দিকে আসার পথে পুলিশ তাদেরকে বাধা দেয়।
ওইসময় অন্যদিক থেকে শিক্ষার্থীদের আরও একটি দল হাইকোর্টের দিকে এলে সেখানে পুলিশ বাঁধা দেয়। পরে হাইকোর্টের আইনজীবীরা শিক্ষার্থীদেরকে হাইকোর্ট প্রাঙ্গণের ভেতরে নিয়ে যায় এবং তাদের সাথে কথা বলে।
এখনও “হাইকোর্টের গেটের সামনে শ’দুয়েক শিক্ষার্থী অবস্থান করছেন” বলে জানান শাহনেওয়াজ রকি।