দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সর্বোচ্চ সম্মাননা পেলেন উইন্ডিজ তারকা ক্লাইভ লয়েড - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 31 July 2024

সর্বোচ্চ সম্মাননা পেলেন উইন্ডিজ তারকা ক্লাইভ লয়েড


খেলার ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আধিপত্যে বড় ভূমিকা কিংবদন্তি ক্লাইভ লয়েডের। তার নেতৃত্বে ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতে উইন্ডিজ। খেলোয়াড় জীবনে বাঁহাতি লয়েড মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন। ক্রিকেট চর্চায় এখনও ঘুরে ফিরে আসে লয়েডের ওয়েস্ট ইন্ডিজের কথা। 


ক্যারিবিয়ান এই তারকা প্রথম ক্রিকেটার হিসেবে একশ এর বেশি টেস্ট খেলেছেন। ৭৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে হার মাত্র ১২টি ম্যাচে। সাবেক এই তারকা ক্রিকেটার এবার পেলেন অর্ডার অব দা ক্যারিবিয়ান কমিউনিটি (ওসিসি) পুরস্কার। যা ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মাননা।



গতকাল এই সম্মাননা তুলে দেওয়া হয় তার হাতে। ১৯৬৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ১১০ টেস্টে ১৯ সেঞ্চুরিতে ৪৬.৬৭ গড়ে ৭ হাজার ৫১৫ রান করেছেন লয়েড। ৮৭ ওয়ানডে খেলে রান ৩৯.৫৪ গড়ে ১ হাজার ৯৭৭।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো। লয়েড প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সম্মান তার জন্য খুবই উপযুক্ত। তিনি ক্যারিবিয়ান অঞ্চলে ও গোটা বিশ্বের জন্যই প্রেরণা ও নেতৃত্বের অটুট এক স্তম্ভ। ক্রিকেটের প্রতি স্যার ক্লাইভের নিবেদন ও খেলাটির উন্নতিতে তার অবদান অতুলনীয়।’