নরসিংদীর রায়পুরায় বাজার দখল নিয়ে দুগ্রুপের টেটাযুদ্ধে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় গুলি ও টেঁটার আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার চরাঞ্চল শ্রীনগরের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’
এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর।
তিনি বলেন, তিনজনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।