গত কয়েক সপ্তাহ বিক্ষোভে উত্তাল ছিল বাংলাদেশ। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এখন অন্তবর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এসবের মাঝে দেশের ক্রীড়াঙ্গণেও বইছে পরিবর্তনের হাওয়া। বিসিবি, বাফুফেসহ ক্রীড়াঙ্গণের নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠেছে ইতোমধ্যেই।
ক্রীড়াঙ্গণে যখন পরিবর্তনের দাবি উঠেছে এমন সময়ে বিসিবির কড়া সমালোচনা করেছেন ক্রিকেটার রুবেল হোসেন। দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করেছে তাদের আর ক্ষমতায় দেখতে চান না বলেও জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রুবেল লিখেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারনে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।’
একই সঙ্গে জাতীয় দলের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিপক্ষেও অভিযোগ তুলেছেন এই পেসার। তিনি লিখেন, ‘একইভাবে চান্দিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’
এর আগে বিসিবির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইমরুল কায়েসও। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারনে ক্রিকেটের যে কি পরিমান ক্ষতি হয়েছে সবাই জানেন।’
বোর্ড কর্মকর্তাদের কারণে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস হয়েছে জানিয়ে তিনি আরও লিখেন, ‘কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারনে। খেলোয়াড়দের সাথে নুন্যতম সম্মান দেখানো হয়না৷ বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই।’ তরুণেরাই দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে জানিয়ে তিনি আরও লিখেন, ‘তারুন্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারায় এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইনশাআল্লাহ।’