দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 22 August 2024

রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ


খেলার মাঠে ডেস্ক:

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপর্যয় সামাল দেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। আজ দ্বিতীয় দিনেও দাঁড়িয়ে যান এই দুই ব্যাটার। টাইগার বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নেন এই দুই ব্যাটার। শতক হাঁকানো সৌদ শাকিলকে মাঠ ছাড়া করা গেলেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য থাকেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় দিনের শেষের দিকে রিজওয়ানের দাবল সেঞ্চুরির জন্য পাকিস্তান অপেক্ষা করবে কিনা, সেটিই ছিল দেখার বিষয়। স্বাগতিক দলের অধিনায়ক শান মাসুদ সেটি করেননি। দিনের শেষ সেশনে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন ম্যান ইন গ্রিনরা। প্রথম ইনিংসে জবাব দিতে নেমে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান দিনের বাকীটা সময় পার করলেন। প্রথম দিনের শেষ বিকেলে বাংলাদেশের নামের পাশে স্কোর বোর্ডে জমা হয়েছে ২৭ রান, সাদমান ১২ আর জাকির ১১ রানে ব্যাট করছেন। 


এর আগে প্রথম দিন শেষে শাকিল ৫৭ ও রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার। বাংলাদেশের বোলারদের হতাশ করে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটায় নিজেদের করে নেয় পাকিস্তান। এতে দুইশো পেরিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে ফিফটি তুলে নেন রিজওয়ান। ফিফটির পর রানের চাকা সচল রাখেন রিজওয়ান-শাকিল। এরপরও টাইগার  বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। ১৪৩ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি।  এটি রিজওয়ানে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক। রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। ১৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপরও রানের চাকা সচল রাখেন তারা। দলীয় ৩৫৪ রানে বাংলাদেশকে ব্রেক থ্ররু এনে দেন মেহেদি হাসান মিরাজ। ২০১ বলে ১৩৭ রান করে আউট হন শাকিল। ৯৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় পাকিস্তান। 


এরপর দলীয় ৩৯৮ রানের মাথায় সালমানকে ড্রেসিংরুমের পথ ধরান সাকিব। তার ফ্লাইটেড ডেলিভারিটি বুঝে ওঠার আগেই ব্যাট চালিয়ে দেওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা মিরাজের তালুবন্দি হন। প্যাভিলিয়নে যাবার আগে ১৯ রান করা আঘা সালমান। এরপর ক্রিজে আসা শাহীন আফ্রিদিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। রিজওয়ান ২৩৯ বলে ১৭১ ও শাহীন ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম।