দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। স্পট খুলনা -বাঁধ ভেঙে দুই উপজেলায় প্লাবন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 23 August 2024

স্পট খুলনা -বাঁধ ভেঙে দুই উপজেলায় প্লাবন


খুলনা প্রতিবেদক:

খুলনায় বেড়িবাঁধ ভেঙে দাকোপ ও পাইকগাছা উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে খুলনা নগরীর অধিকাংশ রাস্তা।


খুলনার দাকোপ উপজেলায় শিবসা নদীর তীব্র স্রোতে পানখালী বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের ঘের।


একই সময় পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙে কালিনগর, হরিণখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে।


এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিণ পাশের পূর্বের আম্ফানের ভাঙনের দক্ষিণের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙে যায়।


ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।


সন্ধ্যার মধ্যে পুরো ২২ নম্বর পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।


গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এলাকাবাসী বাঁধ মেরামতের কাজ করলেও বিপদের শঙ্কা দূর হচ্ছে না। প্রবল স্রোতের কারণে বিঘ্ন হচ্ছে বাঁধ মেরামতের কাজ।


খুলনা জেলা প্রশাসন বাঁধ মেরামতের কাজ শুরু করেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।


এদিকে গতকাল সারা রাত বৃষ্টি হওয়ায় খুলনা মহানগরীর টুটপাড়া, বয়রা, নিরালা, মৌলভীপাড়া, বায়তি পাড়াসহ অধিকাংশ রাস্তা পানিতে ডুবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।