দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। টেষ্টের ১ম দিন প্রসঙ্গে হেড কোচ ফিল সিমন্স - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 29 October 2024

টেষ্টের ১ম দিন প্রসঙ্গে হেড কোচ ফিল সিমন্স


চট্টগ্রাম থেকে প্রতিনিধি:

৩০৭ রানের বিনিময়ে মাত্র ২ উইকেট শিকার করে আজ সিরিজের শেষ টেষ্টে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে স্বাগতিক বাংলাদেশ। পুরো দিন জুড়েই বাংলাদেশের বোলাররা হতাশ করেছে। ব্যাটিং উইকেটে অতিথি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার বাংলাদেশের বোলারদের পাত্তাই দেয়নি। দিন শেষে এ প্রসঙ্গে কথা বলতে উপস্থিত হলেন নতুন হেড কোচ ফিল সিমন্স।


বিসিবির নিয়োগ প্রাপ্তির পর প্রথম সিরিজের শেষ টেষ্টের প্রথম দিন শেষে সিমন্স সাংবাদিকদে বলেন, ‘আমি হতাশ বলতে পারি না। যতদূর আমরা উদ্বিগ্ন এটি একটি দুর্দান্ত ব্যাটিং উইকেট ছিল। আমি মনে করি বোলাররা পরিশ্রম করেছে এবং ভালো বোলিং করেছে। কয়েকটি সুযোগ মিস করেছে। ভিন্ন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে। কিন্তু আপনি জানেন, এটি একটি কঠিন দিন ছিল আমাদের জন্য। আমি বলব না যে আমি হতাশ। টেস্ট ম্যাচের জন্য আমরা গত দুই দিন অনুশীলন করি। তারপর আমরা আজ সকালে টস জিতলে আমরা কী করতে চাই সেটা ঠিক করি।’ 


দক্ষিণ আফ্রিকা প্রসঙ্গে সিমন্স বলেন, ‘ওরা এত সহজে টেস্ট ম্যাচ ছেড়ে দেয় না। সুতরাং, এটি সমীকরণে এসেছে কিন্তু আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি।


বাংলাদেশের দলগত আলোচনা নিয়ে সিমন্স বলেন, ‘এই মুহূর্তে দলের কথা হচ্ছে আমাদের আগামীকাল সকালে আসতে হবে এবং নিজেদেরকে বোলিং করার মতো অবস্থায় রাখার জন্য তাড়াতাড়ি উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে।  আজ যা ঘটেছে তার উপর ভর দিয়ে আগামীকাল সকালে আমরা ভিন্নভাবে চেষ্টা করতে পারি, আমরা নিজেদেরকে একটি অবস্থানে রাখার জন্য আরও কিছু উইকেট পেতে পারি কিনা সেটাই বড় বিষয়। আপনি সবসময় চিন্তা করেন কিভাবে আপনি আগে টেস্ট ম্যাচ জিতবেন তারপর অন্য কিছু।’ অসুস্থ লিটনের বদলে দলে আসা মাহিদুল ইসলাম অংকন প্রসঙ্গে কোচ বলেন, ‘লিটন ভালো না থাকায় তিনি দলে এসেছেন, এটাই এক নম্বর। আমাদের একজন উইকেটরক্ষক দরকার ছিল। কারণ জাকের আলীও দলে থাকতেন, কিন্তু তার জ্বর ছিল। আজ সকালে আমরা যখন রওনা হলাম তখন তার সত্যিই খুব জ্বর ছিল। এখনো আপডেট জানি না ‘