দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভারতের পেসার শামিকে হত্যার হুমকি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 6 May 2025

ভারতের পেসার শামিকে হত্যার হুমকি


খেলা ডেস্ক:
মেইল করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ভারতের পেসার মোহাম্মদ শামিকে। গত রোববার তিনি এই মেইল পান বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এ বিষয়ে উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গতকাল সোমবার একটি এফআইআর করা হয়েছে। ভারতের বার্তা সংস্থা আইএএনএস এই এফআইআর সম্পর্কে জানতে পেরেছে।


আইএএনএস জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে এফআইআর করা হয়। তবে এই এফআইআর নিবন্ধন করা হয়েছে শামির ভাই হাসিবের পক্ষ থেকে, যেখানে মেইলে হুমকি দাতা হিসেবে রাজপুত সিন্দারের নাম উল্লেখ করা হয়।

এফআইআর অনুযায়ী, মেইলে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি শামির কাছে এক কোটি রুপিও দাবি করেন হুমকিদাতা। শামি এখন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। পুলিশ তদন্তে নেমেছে।


হায়দরাবাদের হয়ে এবার আইপিএলে ৯ ম্যাচে ৫৬.১৬ গড়ে ৬ উইকেট নিয়েছেন শামি। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে হায়দরাবাদ। গতকাল রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্লে–অফে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ে হায়দরাবাদ। শামি অবশ্য গত মার্চে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন। ৫ ম্যাচে ৯ উইকেট নেওয়ার পথে দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে নেন ৫ উইকেট।