দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ইউনূস-তারেক বৈঠক ১৩ জুন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 10 June 2025

ইউনূস-তারেক বৈঠক ১৩ জুন


জাতীয় প্রতিবেদক :
 

আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে।


বিএনপির নেতৃবৃন্দ জানান, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনায় মুখ্য হবে আগামী নির্বাচন। এ-সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে স্থায়ী কমিটি।


এদিকে চার দিনের সরকারি সফরে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তাঁরা।


এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।


প্রধান উপদেষ্টার এই সফরসূচি নিয়ে বিস্তারিত তথ্য দেন প্রেস সচিব শফিকুল আলম। গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সফরের অংশ হিসেবে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি।


প্রেস সচিব আরও জানান, সফরের আগে ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আলোচনায় সফরের বিভিন্ন দিক ছাড়াও স্থান পেয়েছে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। সফরকালে রাজা চার্লসের সঙ্গে বৈঠকের পাশাপাশি আলোচনা হবে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও।


চার দিনের এই সফরের মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।