দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভারতের চার ভেন্যুতে নারী বিশ্বকাপ , পাকিস্তান খেলবে কলম্বোয় - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 3 June 2025

ভারতের চার ভেন্যুতে নারী বিশ্বকাপ , পাকিস্তান খেলবে কলম্বোয়


খেলা ডেস্ক :
আসন্ন নারী বিশ্বকাপের ১৩তম আসরের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ২০২৫ সালের এই নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের চারটি ভেন্যু- বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তম এবং ইন্দোরে। এছাড়া শ্রীলঙ্কার কলম্বো নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকবে।


যদিও আইসিসি এখনো পূর্ণ সূচি প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের সব লিগ পর্বের ম্যাচই কলম্বোতে অনুষ্ঠিত হবে।


এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সমঝোতায় নির্ধারিত হাইব্রিড মডেলের মাধ্যমে। এটি করা হয়েছে দুই দেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে।


এর আগে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল, ২০২৫ সালের পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ পাকিস্তানের বদলে দুবাইতে খেলবে। এর জবাবে পিসিবি জানায়, তারা ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্টে খেলতে যাবে না।


আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত অংশ নেবে। তবে প্রতিপক্ষ কারা থাকবে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। এই মাঠেই ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।


আর প্রথম সেমিফাইনাল গুয়াহাটি বা কলম্বোতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে পাকিস্তান সেমিফাইনালে উঠবে কি না, তার ওপর ভিত্তি করে। একইভাবে ২ নভেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু অথবা কলম্বোয়।


২০১৩ সালের পর এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। ২০১৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক ছিল তারা।


২০২৫ আসরের ফরম্যাট হবে ২০২২ সালের মতোই। ৮টি দল গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


আয়োজক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি যোগ্যতা অর্জন করেছে। কোয়ালিফায়ার খেলে বাকি দুটি স্থান নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ।


অল্পের জন্য বাছাইপর্ব থেকে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে রানরেটে বাংলাদেশে থেকে সামান্য পিছিয়ে পড়ায় বাদ পড়ে ক্যারিবীয় মেয়েরা।