ধর্ম ডেস্ক :
ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া এবং বিশ্ব মুসলিমের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হলো এবারের আরাফাতের খুতবা। বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র কাবার ইমাম ও খতিব শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ আরাফাতের ময়দানের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেন।
খুতবা শেষে তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে বলেন, ‘হে আল্লাহ! আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন। তাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন।’
এদিন স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে খুতবা শুরু হয়। এ সময় দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খ, হজ ও উমরা বিষয়ক মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হজের খুতবায় শায়খ ড. সালেহ বিন হুমাইদ বলেন, আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর কাছে আমাদের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদের জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত।
তিনি বলেন, নবী করিম (সা.) বলেন, ইসলাম হলো- আল্লাহ এক এ বিষয়ে সাক্ষ্য দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, জাকাত প্রদান করা ও সক্ষম হলে হজপালন করা। আল্লাহ চান পৃথিবীর মানুষ যেনো তাকওয়াবান হয়ে যায়। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করো না।
হজের খতিব বলেন, সমাজের বন্ধন দৃঢ় করতে তোমরা পরস্পর ভ্রাতৃত্ববন্ধন রক্ষা করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। তোমরা আল্লাহর ইবাদত করবে।
সৌদিতে ৯ জিলহজ হাজিদের আরাফায় অবস্থানের দিন।