দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 18 June 2025

ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে গত ছয়দিন ধরে চলমান সংঘাতে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটি বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করতে পারে। আজ বুধবার (১৮ জুন) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ তথ্য জানান। খবর আল জাজিরার। 


রিয়াবকভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ইসরায়েলকে সামরিক সহায়তা, সরঞ্জাম  সরবরাহ করা বা সে বিষয়গুলো বিবেচনা করা থেকেও বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো। তিনি আরও বলেন, রাশিয়া ইসরায়েল ও ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে।


এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতা এই সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং একটি দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।


কথোপকথন চলাকালে, পুতিন এই সংকট নিরসনে রাশিয়ার মধ্যস্থতা করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। তাস আরও জানায়, তিনি অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার কথোপকথন সম্পর্কে আমিরাতের প্রেসিডেন্টকে অবহিত করেন। এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা ও সমাধানের প্রচেষ্টার ইঙ্গিত দেয়।