দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১২ জন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 18 June 2025

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১২ জন


স্বাস্থ্য ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২১২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮৯ জন। আক্রান্তদের সিংহভাগই বরিশাল বিভাগের। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ৬৩ জনই বরগুনার। এ ছাড়া বরিশাল বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ১১০ জন।


অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণে ৩৩ জন, খুলনা বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ছয় হাজার ৬৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট পাঁচ হাজার ৮৮৭ জন। সারা বছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট তিন হাজার ৯০ জন, যা মোট আক্রান্তের ৪৬.৩ শতাংশ। এর মধ্যে এক হাজার ৮৯৫ জন রোগীই বরগুনার বাসিন্দা।