July 23, 2025 দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়: বিবিসি বাংলা - durontobd
.jpg

Thursday, 12 June 2025

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়: বিবিসি বাংলা


আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারত রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশটির একাধিক নিরাপত্তা কর্মকর্তা এবং সেখানে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।


সূত্রগুলোর বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহার আগের দিন ৬ জুন ভারত পৌঁছেছেন জয়। তিনি মূলত মায়ের সঙ্গে ঈদ পালন করতে এসেছেন। তাই এই সফর অনেকটাই পারিবারিক বিষয়।


আওয়ামী লীগের নেতারা বলেছেন, জয় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাংলাদেশি পাসপোর্টটি রেখেছিলেন। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার পাসপোর্ট বাতিল করে দেয়।


সম্প্রতি তিনি মার্কিন গ্রিন কার্ড হাতে পেয়েছেন। এরপর থেকেই ভারতে মায়ের সঙ্গে দেখা করতে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। গ্রিন কার্ড পাওয়ার কিছুদিন পরই জয় মার্কিন পাসপোর্ট পেয়েছেন।


ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোকে উদ্ধৃত করে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, জয়ের সফর আরও কয়েকমাস পর হওয়ার কথা ছিল। তবে সেই সফর এগিয়ে আনা হয়। ৬ জুন তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করলে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে তাকে শেখ হাসিনার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।


সফর এগিয়ে আনার কারণ বা কার আগ্রহে তা করা হয়, প্রতিবেদনে এ বিষয়ে কোনও আভাস দেওয়া হয়নি।


চাকরি সূত্রে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার আরেক সন্তান সায়মা ওয়াজেদ পুতুল। জয়ের এই সফরে ভাইবোনের দেখা হয়েছে কিনা, সে ব্যাপারে প্রতিবেদনে কোনও তথ্য পাওয়া যায়নি।


মাঝে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে, আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেবেন জয়। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা এবং দলের ঘনিষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবীদের সঙ্গে বৈঠক করতে সেখানে যেতে পারেন তিনি।


তবে দলের রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ জয়ের মধ্যে নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, মায়ের সঙ্গে সময় কাটানোর সময় স্বাভাবিকভাবে কিছু রাজনৈতিক আলাপ হয়েছে। তবে ভারতে থেকে গিয়ে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতি করার কোনও ইচ্ছা জয়ের মধ্যে দেখা যায়নি।


তারা আরও বলেছেন, এবারের সফরে দীর্ঘায়িত করার পরিকল্পনা জয়ের নেই। তিনি বোধহয় শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।


ভারতের নিরাপত্তা কর্মকর্তারাও প্রায় একই কথা বলেছেন। তাদের দাবি, এবারের সফরে জয়ের কলকাতায় যাওয়ার পরিকল্পনা নেই।