দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। শিশু একাডেমি ভেঙে ফেলার প্রস্তাবে বিএনপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 25 July 2025

শিশু একাডেমি ভেঙে ফেলার প্রস্তাবে বিএনপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া


জাতীয় প্রতিবেদক
রাজধানীর হাইকোর্টের পাশে অবস্থিত শিশু একাডেমির ভবন ভেঙে ফেলার প্রস্তাবের বিরোধিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, আমরা গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি শিশু একাডেমি ভেঙে ফেলার জন্য কথা-বার্তা চলছে। এই ধরনের প্রক্রিয়া বা প্রস্তাব নেওয়া হচ্ছে। আমরা এটার বিরোধিতা করি। গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।


বিএনপি মহাসচিব বলেন, বিরোধিতা করি এই কারণে যে, এটা বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে শিশুদের বিভিন্ন রকমের কার্যক্রম তাদের (শিশুদের) গঠন, তাদের বেড়ে ওঠা, তাদের মনমানসিকতা তৈরি করা, তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিজ তৈরি করা হয়। এ ব্যাপারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন এবং তিনিই প্রথম শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এটা সারা দেশে শাখা রয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠাকে এখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য যে, আমরা চাই না শিশু একাডেমি ভবনটি সেই জায়গা থেকে স্থানান্তরিত করা হোক অন্য জায়গা দেওয়া হোক। এটা আমার মনে হয় জাতি গঠনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে।


এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।