বাংলাদেশ বক্সিং ফেডারেশনের ৩১তম জাতীয় আসর আজ শুরু হবে। এর আগেই ফেডারেশনের সংবাদ সম্মেলনের ঘোষণা হয়ে গেছে। গতকাল সকাল ১১টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা। সে অনুযায়ী সাংবাদিকরা গুলিস্তান স্টেডিয়াম পাড়ায় বক্সিং ফেডারেশনের রিং-এর সামনে উপস্থিত।
কিন্তু কোথায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে? কেউ বলতে পারে না! বিস্ময় আরও অপেক্ষা করছিল সাংবাদিকদের জন্য। কারণ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্টের ছোট্ট রুমের ভেতরে। যেখানে ২০ জনের বেশী মানুষের জায়গায় হবে না। বাস্তবে তাই দেখা গেল। ২০ জনের মতো মানুষ বসে আছে বক্সিং ফেডারেশনের প্রসিডেন্টর সামনে। বাকী সাংবাদিকরা দরজার সামনে ধাক্কাধাক্কিতে ব্যস্ত। সাধারণ সম্পাদক কুদ্দুস সাহেবের বক্তব্যে মাঝেই হাতে পাওয়া গেল ফেডারেশনের প্রেস রিলিজ। তাতে লেখা নেই ৩১তম জাতীয় বক্সিং আসরের নাম। সংবাদ সম্মেলনের শেষ পর্যন্ত আসরের নাম লেখা প্রেস রিলিজ সাংবাদিকরা হাতে পায়নি। কারণ নাম দেয়া সেই কাগজ তো কয়েকটি প্রিন্ট করেছিল ফেডারেশনের অফিস সহকারী।
একজনের কাছ থেকে সেই প্রত্যাশার প্রেস রিলিজের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় সাংবাদিকেরা। এই প্রেস রিলিজ থেকেই জানা গেল বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট আর সাধারণ সম্পাদক কুদ্দুস জাতীয় আসরের মানেই বোঝান না! প্রেস রিলিজে উল্লেখ ছিল ৪ বিদেশি নাগরিক বাংলাদেশ বক্সিং ফেডারেশনের ৩১তম জাতীয় আসরে অংশ নিচ্ছে। সাধারণ সম্পাদক কুদ্দুসকে প্রশ্ন করা হয় "জাতীয় আসরে বিদেশি নাগরিক কিভাবে অংশ নেয়?" জবাবে কুদ্দুস বিভিন্ন ব্যাখা দিতে শুরু করলেন। পরে সাধারণ সম্পাদক কুদ্দুস-কে সাংবাদিকরা বুঝিয়ে বলে "জাতীয় আসরে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকের অংশ গ্রহন বৈধ",; কিন্ত নিজস্ব জাতীয় আসরে কোন বিদেশি অংশ নিতে পারে না। তাহলে জাতীয় আসর আর একটি দেশের নিজস্ব আসর থাকে না। এরপর সাধারণ সম্পাদক কুদ্দুস বিদেশি ৪ বক্সারকে না খেলানোর কথা ঘোষনা করতে বাধ্য হন।
হ-য-ব-ল এক পরিস্থিতি মধ্যে দিয়ে আজ ৩১তম জাতীয় বক্সিং ফেডারেশনের আসরে ৭১টি দল নিয়ে আসর শুরু হবে। ৭২টি দলের কথা প্রেস রিলিজে লেখা থাকলেও শেষ অবদি বিদেশি বাদ দেয়ার ফলে দলের সংখ্যা ৭১। ওজন শ্রেনি - পুরুষ ১৩টি, মহিলা ১২টি, মোট ২৫টি। পুরুষদের মধ্যে অংশ নিবে ১০৪ জন বক্সার, মহিলা ৬৮ জন আর কর্মকর্তা মোট ৮৩ জন, মোট ২৫৫ জন।
আজ দুপুর ১২টায় জাতীয় ক্রীয়া পরিষদের এনডিসি, সচিব মো. আমিনুল ইসলাম আসরটি উদ্বোধন কবেন। আর ৩০ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন বলে বক্সিং ফেডারেশন থেকে জানানো হয়েছে।