দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। জাতীয় কাবাডি চ্যাস্পিয়নশীপে ৬৪ জেলাই অংশ নেবে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 26 July 2025

জাতীয় কাবাডি চ্যাস্পিয়নশীপে ৬৪ জেলাই অংশ নেবে


খেলার মাঠে রিপোর্ট
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং ‘তারুন্যেও উৎসব’-কে সামনে রেখে সারা দেশে শুরু হতে যাচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ-নারী) চ্যাস্পিয়নশীপ-২০২৫। দেশের ৬৪টি জেলার অংশগ্রহনে এই বৃহৎ আয়োজনে কাবাডিকে আরও জনপ্রিয় করে তুলবে বলে মনে করেন ফেডারেশনের কর্তারা। সে লক্ষ্যেই এই বিশাল আযোজন, আর এই আয়োজন ঘোষণা দিতেই আজ অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে আযোজন করা হয় সংবাদ সম্মেলনে। 


সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘ চ্যাস্পিয়নশীপকে ৮টি জোনে ভাগ করা হয়েছে, প্রতিটি জোনে রয়েছে ৮টি করে জেলা। জোনগুলো নামকরণ করা হয়েছে দেশের প্রধান নদ-নদী নামে: পদ্মা, তিস্তা, ব্রক্ষপুত্র, কর্ণফুলী, রুপসা, ধানসিঁড়ি, সুরমা ও মধুমতি। পদ্ম জোন দিয়ে জোনাল পর্যায়ে খেলা হবে এবং মধুমতি জোন দিয়ে খেলা শেষ হবে। প্রতিটি জোনের খেলার জন্য নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করা হয়েছে: পদ্মা জোন বগুড়া জেলা (২৯.৩০ও ৩১ জুলাই), তিস্তা জোন রংপুর জেলা (১৬,১৭ ও ১৮ আগষ্ট), ব্রক্ষপুত্র টাংগাইল জেলা (২২,২৩ ও ২৪ আগষ্ট), কর্ণফুলী কুমিল্লা জেলা (৪,৫ ও ৬ সেপ্টেম্বর), রুপসা যশোর জেলা (২৬,২৭ ও ২৮ আগষ্ট), ধানসিঁড়ি বরিশাল জেলা (২৭,২৮ ও ২৯ আগষ্ট), সুরমা সিলেট জেলা (১,২ ও ৩ সেপ্টেম্বর) ও মধুমতি গোপালগঞ্জ জেলা।’ 



সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জোনাল পর্যায়ে খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে হবে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ। সেখানে সেমিফাইানালিস্ট ৪টি দলের সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। এই চ্যাম্পিয়নশিপ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন কাবাডি খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণে সহায়ক হবে এবং কাবাডিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।