দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় আগুন, অটোরিকশা মালিক-শ্রমিকদের তীব্র প্রতিবাদে অচল শহর! - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 29 July 2025

ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় আগুন, অটোরিকশা মালিক-শ্রমিকদের তীব্র প্রতিবাদে অচল শহর!


জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা মালিক ও শ্রমিকদের ক্ষোভ যেন এবার ফুঁসে উঠেছে সড়কে—ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা অপরাধে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে, যা 



আজ (মঙ্গলবার) ভোর ৬টা থেকে কার্যকর হচ্ছে; সোমবার সন্ধ্যায় মেড্ডায় আয়োজিত সংবাদ সম্মেলনে মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান এই কর্মসূচি ঘোষণার সময় জানান—দুই দিনের কর্মবিরতির পরও প্রশাসনের সঙ্গে আলোচনায় আশানুরূপ ফল না আসায় তাঁরা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন, এই ঘোষণায় একাত্মতা জানান সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি হুবজুল করিম এবং সম্পাদক স্বপন মিয়া; এর আগে রোববার থেকে জেলার বিভিন্ন স্থানে কোনো অটোরিকশা চলেনি, সোমবার সকালে নন্দনপুরে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা উত্তাল বিক্ষোভ শুরু করলে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন, অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দেন; পুলিশের হস্তক্ষেপে অবরোধ কিছুটা শিথিল হলেও, শহরের মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থানরত শ্রমিকরা যেন জানিয়ে দিচ্ছে—এ লড়াই গায়ের জোরের নয়, এটি অস্তিত্ব রক্ষার; তারা বলছে, এবার আন্দোলনের শেষ কোথায়, তা ঠিক করবে অবহেলিতদের কণ্ঠস্বর—না থামা পর্যন্ত থামবে না।