বিসিবি সভাপতি হওয়ার পর ক্রিকেটের প্রায় সবদিকেই মনোযোগ দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই ধারাবাহিকতায় এবার গেম ডেভলেপমেন্ট ও হাই পারফর্মেন্সের দেশীয় কোচদের সঙ্গে বৈঠক করলেন তিনি। সেখানে আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা ভাগাভাগি করেন বুলবুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিসিবি। মিরপুরে বিসিবি অফিসে হওয়া বৈঠকে বিসিবি’র বেতনভুক্ত ৮-১০ জন কোচ উপস্থিত ছিলেন সেখানে। জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় অবস্থান করায় ছিলেন না ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বৈঠকে বিসিবি সভাপতি বুলবুল ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম।
বৈঠকে উপস্থিত থাকা কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘ঠিক মিটিং না, এটা মতবিনিময় সভার মত আর কি... আমরা দেশি কোচ ৮ থেকে ১০ জনের মতো উপস্থিত ছিলাম। সেখানে মেইনলি এইচপি বা টাইগার্সের যে সকল কোচ বা ফিজিও আছেন তারা উপস্থিত ছিলেন।’
বাবুল বলেন, ‘বিসিবি সভাপতির অনেকের সঙ্গে অনেকদিন দেখা হয় না, সেটার জন্য বসেছিলেন। এতদিন আইসিসি তে কাজ করেছিলেন সেটাই আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। কীভাবে কাজ করেছিলেন, কোন স্টাইলে কাজ করেছিলেন। কীভাবে আরও উন্নতি করা যায় সে বিষয়ে বলছিলেন। এছাড়া আর কিছু না বেসিক কথা বার্তা।’