জহির শাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার বিকেলে ঘটেছে এক অস্বাভাবিক ঘটনা। ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস আশুগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ মাঝপথে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটির একটি অংশ। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ট্রেনটির সামনের অংশ নিরাপদে স্টেশনে ঢুকলেও পেছনের পাঁচটি বগি লাইনেই আটকে পড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছেড়ে আসার পর আশুগঞ্জে প্রবেশের সময় ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগ ছিঁড়ে যায়। এ সময় যাত্রীরা ভীত হয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বগি পুনরায় যুক্ত করার চেষ্টা করেন। তবে শুরুতে তা সম্ভব না হওয়ায় ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।