দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 15 August 2025

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’


রাজনীতি ডেস্ক:

শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে রাশেদ খান লিখেন, ‘আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় হয়েছে। এদের আপাতদৃষ্টিতে শেখ হাসিনার বিরোধী মনে হলেও এরা মূলত কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে। 


এরা শেখ মুজিবের বন্দনা করছে। এরা বোঝাতে চাচ্ছে শেখ মুজিবের আদর্শ ভালো, কিন্তু হাসিনার শাসন খারাপ ছিল, হাসিনা ভুল করেছে। তাই হাসিনাকে বাদ রেখে শেখ মুজিবের আদর্শের আওয়ামী লীগকে যেন রাজনীতি ও নির্বাচনে সুযোগ দেওয়া হয়। 


কিন্তু শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ংকর ছিল, এরা কি তা জানে না? শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম, ভিন্নমতকে হত্যা করা, গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা ইত্যাদি। তাহলে তারা কি শেখ মুজিবকে স্মরণ করে শেখ মুজিবের শাসনামলে ফিরে যেতে চায়?’


তিনি লিখেন, ‘আওয়ামী সফটলীগাররা মাঠে নেমেছে, এদের চিহ্নিত করে এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ংকর রূপ ধারণ করবে। একবার কল্পনা করুন, আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের কী পরিণতি লাভ করতে হবে। 


বিপ্লবীদের মধ্যে ভিন্নমত বা তাদের ভিন্নদল থাকতে পারে।’রাশেদ খান আরও লিখেন, ‘কূটকৌশলের অংশ হিসেবে আওয়ামী কালচারাল ফ্যাসিস্টরা বিপ্লবীদের কোনো একটা দলের পক্ষে আবার কোনো একটা দলের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের 


মধ্যে বিভেদ সৃষ্টির করে আওয়ামী লীগকে ফেরানোর কাজ করতে পারে। তাই নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যা-ই থাকুক না কেন, আওয়ামী সফটলীগার বা কালচারাল ফ্যাসিস্টরা যাতে আশ্রয় প্রশ্রয় না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে হবে।’